‘ভারতে শনাক্ত করোনার নতুন ধরন বিশ্বের জন্য হুমকি’

ভারতে শনাক্ত করোনার নতুন ধরনকে বিশ্বের জন্য উদ্বেগ হিসেবে চিহ্ণিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি বিশ্বের জন্যও হুমকি বলে জানিয়েছে সংস্থ্যাটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে। এরই মধ্যেই ধরনটি বিশ্বের প্রায় দুই ডজন দেশে পৌছেছে।

ভারতে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়িয়েছে। তবে মৃত্যু কমেছে ব্রাজিলে। ব্রাজিলে সোমবার মারা গেছে এক হাজার ১৮ জন। সোমবার যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছরের মধ্যবর্তী শিশুদের ফাইজার বায়োএনটেকের টিকা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ ষোলোর্ধদের এই টিকা দেয়ার অনুমোদন দিয়েছিল। বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে।

একদিনে মারা গেছে দশ হাজার পাঁচশ ৪৬ জন; শনাক্ত ছয় লাখ নয় হাজারের বেশি। এ নিয়ে মোট শনাক্ত ১৫ কোটি ৯৫ লাখ ছাড়ালো। এখন পর্যন্ত ভারতসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর