নিরাপদ ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

তারিকুল ইসলাম,শেরপুর জেলা প্রতিনিধি: নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের লক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ জুন ২০১৯) শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শেরপুর খামারবাড়ি উপ-পরিচালক আশরাফ উদ্দিন দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হাছানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার একেএম শাহজাহান কবির, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা, এসএপিপিও সাইফুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার এসএম লিটকন ও আব্দুল হাকিম। বক্তব্য শেষে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন শাক-সবজি, ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিক্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রেজাউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন কৃষক দিনব্যাপি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর