কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চেয়ারম্যানের বাসা থেকে অস্ত্র-গুলি জব্দ

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরী বন্দুকসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবিরের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (এফ ব্লক) এর রোহিঙ্গা চেয়ারম্যান মাষ্টার মো. আব্দুল গনির বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক নিপু।

তিনি জানান, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন, সেনাবাহিনী, ও ৮ এপিবিএন শরণার্থী চেয়ারম্যান মাষ্টার মো. আব্দুল গনির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র এবং গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই ১৪-এপিবিএন কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর