করোনার টিকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ মে) এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাসের টিকা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।

তিনি বলেন, এ দেশের মানুষ খুবই ভাগ্যবান কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য ফ্রি করোনা টিকা পাওয়ার ব্যবস্থা করেছেন। এখনও বিশ্বের ১৩০টি দেশ করোনা টিকা পাননি। সেখানে আমরা অনেক আগেই দেশবাসীকে ফ্রিতে করোনা টিকা দিতে পেরেছি।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে করোনা টিকা নিতে লাগে ৮০ ডলার। ইউরোপে এ টিকা নিতে লাগে বেশ কিছু ইউরো। আর এ দেশের মানুষকে শেখ হাসিনা বিনা মূল্যে করোনা টিকা দিচ্ছেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ভারত থেকে যে দামে করোনা টিকা কিনেছেন এত কম দামে আর কেউ করোনা টিকা কিনতে পারবে না। কিন্তু হঠাৎ করে ভারতে মহামারি করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় এখন তারা আর করোনা টিকা সরবরাহ করতে পারছে না। এজন্য বাংলাদেশ এখন চীন থেকে টিকা কিনছে। আশা করি আমরা খুব শীঘ্রই করোনার টিকা পাব।

প্রসঙ্গত, আগামী বুধবার চীন থেকে পাঁচ লাখ ডোজ করোনা টিকা উপহার পাওয়ার কথা বাংলাদেশের।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর