সাভারে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

ঢাকার সাভারে নতুন করে ৪জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার (৮ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মো. আরমান আহমেদ বার্তা বাজারকে এই তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার বন্ধের দিন থাকাতে নতুন করে করোনার নমুনা সংগ্রহ হয়নি। এজন্য গত বৃহস্পতিবার (৬ মে) তারিখে সংগ্রহ করা নমুনার রিপোর্ট আমাদের হাতে এসেছে। ওইদিন মোট নমুনা সংগ্রহ হয়েছিলো ৩৪ জনের। এদের মধ্যে মোট ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি নেই বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ মে, ২০২০ তারিখ থেকে ৫ মে, ২০২১ তারিখ পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫৫৩১ জনের। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৩৮৪ জন। এপর্যন্ত সাভারে করোনায় মোট মারা গেছেন ৪৩ জন। এই ৪৩ জনের ভিতর ১১জনের নমুনা সংগ্রহ হয়েছিলো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আল মামুন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর