আফগানিস্তানে স্কুলে বোমা হামলায় নিহত ৪০

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আবারও রক্তাক্ত ঘটনা ঘটেছে। রাজধানী কাবুলের একটি স্কুলে দফায় দফায় বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার (০৮ মে) স্কুল চলাকালে এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, বোমা বিস্ফোরণের ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। এই ঘটনায় আহত হয়েছেন অসংখ্য। মৃতের সংখ্যা আরও অনেক ছাড়াতে পারে।

তাদের খবরে বলা হয়, নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। ঘটনার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি নিয়ে যায়। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভাগ।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জো বাইডেন। সরিয়েও নেওয়া হয়েছে প্রায়। এরমধ্যে এমন একটি ঘটনায় আবারও সংঘাতের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর