প্রথম পরীক্ষায় সাকিবের করোনা নেগেটিভ

করোনাভাইরাসের প্রকোপের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাঝ পথেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। এ কারণে মঙ্গলবার দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

দেশে ফিরে ভিন্ন দুই হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন এই দুইজন। দেশে ফেরার পর সাকিব ও মুস্তাফিজের করোনা টেস্ট করানো হয়। আজ সাকিবের করোনা টেস্টের ফলাফল পাওয়া গেছে।

সাকিবের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামীকাল মুস্তাফিজের ফলাফল পাওয়া যাবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও মঞ্জুরুল ইসলাম চৌধুরি।

তিনি বলেন, সাকিবের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মুস্তাফিজও নমুনা দিয়েছে। আগামীকাল তার করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৩ ম্যাচ খেলেছেন সাকিব। বাকি ৪ ম্যাচে একাদশে জায়গা পাননি তিনি। অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে ৭টি ম্যাচই খেলেছেন মুস্তাফিজ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর