বিনা বেতনে পাঠদানের প্রতিশ্রুতি

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধি: সম্পন্ন বিনা বেতনে পাঠদানের প্রতিশ্রুতি নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার আলিম প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মজুপুরস্থ ক্যাম্পাসে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের নসিহতমূলক আলোচনাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ ন ম ইব্রাহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুজ জলিল মিজান, আরবী প্রভাষক আবুল হোছাইন মোল্লা, ইংরেজি প্রভাষক মোঃ ফজলে বারী, জাফর উল্যাহ, সিনিয়র শিক্ষক মোঃ রিপন প্রমূখ। প্রথম ক্লাশ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় খাতা-কলম, পাঠ্য বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।

২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বরাবরই জেলা পর্যায়ে শীর্ষ স্থানসহ শতভাগ উত্তীর্ণ হয়ে আসছে। একই সাথে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর