জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরকে দেওয়া হচ্ছে টিকা

জলাতঙ্ক রোগ প্রধানত কুকুরের কামড় বা আঁচড়ে ছড়ায়। এটি একটি মরণব্যাধি রোগ। এই রোগ নিয়ে সাধারণ জনমনে আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ক থেকেই কুকুর সম্পর্কে মানুষের বিরূপ ধারণা তৈরি হয়েছে।

বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ২০১০ সালে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয় সরকার। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জলাতঙ্ক রোগের টিকাদান কার্যক্রম শুরু হয়।

(বৃহস্পতিবার) ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট ৫ দিনের জন্য টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রতি ইউনিয়নে একটি করে দল কাজ করছে সকাল থেকে দুপুর পর্যন্ত। গ্রামে গ্রামে ও হাট বাজারে ঘুরে ঘুরে কুকুরকে দিচ্ছে জলাতঙ্ক প্রতিষেধক টিকা।

আজ দুপুরে শুক্রবার (৭ মে) উপজেলার শিলাইকুঠি বাজার এলাকায় কুকুরকে টিকা দেওয়ার দৃশ্যটি দেখা যায়।

এস.এম. আল আমিন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর