রোমার কাছে হেরেও ফাইনালে ম্যানইউ

উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল এএস রোমা-ম্যানচেস্টার ইউনাইটেড। রোমার কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে ম্যানইউ।

দ্বিতীয় লেগে হারলেও ফাইনাল নিশ্চিত করেছে তারা। কেননা প্রথম লেগে রোমাকে ৬-২ গোলে হারিয়েছিল তারা। দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ।

ম্যাচের ৩৯ মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে নেন এডিনসন কাভানি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোমা।

ম্যাচের ৫৭ মিনিটে ইডেন জোকো গোল করে রোমাকে এগিয়ে। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রিয়ান ক্রিস্টান্ট। তবে ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সমতায় ফেরান কাভানি।

কিন্তু ৮৩ মিনিটে গোল করে রোমাকে ৩-২ গোলের ব্যবধানে জয় উপহার দেন নিকোলা জালেওয়াস্কি।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনাল-ভিয়ারিয়ালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত করেছে ভিয়ারিয়াল।

আগামী ২৬ মে পোল্যান্ডের গোডাইন্সকে ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর