সঙ্গীতশিল্পী সুবীর নন্দী চলে যাওয়ার ২ বছর আজ

সংগীতজ্ঞ সুবীর নন্দীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৯ সালের ৭ই মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য শিল্পী।

১৯৫৩ সালের ১৯শে নভেম্বর, হবিগঞ্জের নন্দীপারা গ্রামে জন্ম সুবীর নন্দীর। মা পুতুল রানীর কাছেই সংগীতে হাতেখড়ি। এরপর ওস্তাদ বাবর আলী খান ও বিদিত লাল দাশের সান্নিধ্যে যাত্রা শুরু করেন সংগীতের অপার সমুদ্রে।

১৯৭৬ সালে সূর্যগ্রহণ চলচ্চিত্র দিয়ে শুরু করেন প্লেব্যাক ক্যারিয়ার। বৃষ্টিস্নাত বাংলার পলিমাটির সুবাসভরা কণ্ঠে জয় করেন শ্রোতাদের হৃদয়।

একে একে গেয়েছেন মাস্টার সাব, দিন যায় কথা থাকে, আমার এ দুটি চোখ পাথর তো নয়, হাজার মনের কাছে, তুমি এমনই জাল পেতেছ, কেন ভালবাসা হারিয়ে যায়, কত যে তোমায় বেসেছি ভাল, পাহাড়ের কান্না দেখে, একটা ছিল সোনার কন্যা সহ অজস্র কালজয়ী গান।

অনবদ্য গায়কী প্রতিভার স্বীকৃতি হিসেবে পাঁচবার পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পেয়েছেন একুশে পদক সহ বহু সম্মাননা।

দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভোগার পর ২০১৯ সালের ৭ই মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর