দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

করোনার কারণে মাঝ পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত হওয়ায় দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৬ মে) বিকেল সোয়া ৪টায় ভারত থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফিরেন তারা। তাদের দুইজনকেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দিবেন এবং শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলন শুরু করবেন।

আগামী ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। বাকি ৪ ম্যাচ ছিলেন একাদশের বাইরে। অন্যদিকে মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের জার্সিতে ৭টি ম্যাচই খেলেছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর