রাজধানীসহ জেলার ভেতরে গণপরিবহন চলাচল শুরু

দীর্ঘদিন নিষেধাজ্ঞার পর আজ থেকে রাজধানীসহ জেলার ভেতরে চলছে গণপরিবহণ। অর্ধেক যাত্রী নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে যানবাহন। তবে সিটি ও জেলার বাস সার্ভিস প্রবেশ করতে পারবে না অন্য জেলায়।

বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর রাস্তায় দেখা মেলে গণপরিবহণের।

এছাড়া, সারা দেশেই শুরু হয়েছে জেলার ভেতরে গণপরিবহণ চলাচল। তবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ আগের মতোই বন্ধ রয়েছে।

এদিকে, বাস চালানোর বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। এতে বলা হয়, দূরত্ব রেখে আসন বিন্যাসের বিষয়টিও এবার যথাযথভাবে মানতে হবে। এবারও ৬০ শতাংশ বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। যাত্রী, চালক, হেলপার, সুপারভাইজার, প্রত্যেকেরই মাস্ক পরা বাধ্যতামূলক। গণপরিবহণ চললেও আন্তঃজেলা অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহণ চলবে না।

বুধবার (৫ মে) নতুন প্রজ্ঞাপনে সরকার জানায়, সর্বাত্মক বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়লেও বৃহস্পতিবার (৬ মে) থেকে সব মহানগরসহ জেলা শহরে চলবে গণপরিবহণ। তবে তা শুধু জেলা এবং শহরের ভেতরেই চলবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর