টেকনাফে আইস মাদকসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ১শ গ্রাম আইস মাদকসহ (ক্রিস্টাল মেথ) নুর মোহাম্মদ নামক এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

সে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদীমুরা রোহিঙ্গা শিবিরের (সি ব্লকের) বাসিন্দা মোনাফ আলীর ছেলে।

বুধবার রাত ৮টার সময় জাদিমুরা ক্যাম্প এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুরা রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১শ গ্রাম আইস মাদক (ক্রিস্টাল মেথ) জব্দ করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, এর আগেও টেকনাফ ডিএনসি কারবারীসহ দেশের সর্ববৃহৎ চালান আটকের পাশাশি বিজিবিও বিচ্ছিন্ন ভাবে কয়েকটি ক্ষুদ্র চালান আটক করেছিলো।

ইয়াবার সাথে সাথে এভাবে মিয়ানমার থেকে নতুন মাদকের চালান পাচারের বিষয়টি উদ্বেগ জনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। পাশাপাশী সীমান্ত রক্ষী বাহিনীকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন তারা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর