মার্কেট ও শপিংমলে মানছে না সামাজিক দূরত্ব

রাজধানীতে হাতে গোনা কিছু বিপণিবিতানে উপচে পড়া ভিড় থাকলেও বেশিরভাগ শপিংমলেই তুলনামূলক ক্রেতা উপস্থিতি কম। বিশেষ করে নিউমার্কেট বা চাঁদনীচকের মতো মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছে না।

রাজধানীর নিউমার্কেট, ঈদের কেনাকাটায় দম ফেলার ফুরসত নেই ক্রেতা- বিক্রেতা উভয়ের। শুধু নিউমার্কেট নয়, এ্যালিফেন্ট রোড, বসুন্ধরা সিটি আর আড়ং-সহ বেশ কিছু ব্র্যান্ডের দোকানে ক্রেতাদের ভিড় বেশি।

আবার এর উল্টো চিত্রও রয়েছে। রাজধানীতে বেশকিছু বিপণিবিতানে ক্রেতা উপস্থিতি কম। অথচ এগুলোতেও আছে ভালো ব্র্যান্ডের দোকান। বেশিরভাগ বিপণিবিতানে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি ছিল লক্ষ্যণীয়।

তবে স্বাস্থ্যবিধি না মানার কারণে মঙ্গলবার সাময়িক বন্ধ করে দেয়া পল্টনের চায়না টাউন শপিংমল। তবে বুধবার শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়েছে।

অন্যদিকে ফুটপাত বা এলাকার পরিচিত মার্কেটগুলোতেও রয়েছে ক্রেতাদের ভিড়।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর