এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন ৪৬ জন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন ৪৬ জন।

বুধবার বিকেলে ২০২১-২৩ মেয়াদের জন্য বিজয়ী এবং মনোনীত ৩২ জনসহ মোট ৭৮ জন পরিচালকের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

মনোনীত পরিচালক পদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী হয়েছেন। দুটি মনোনীত পরিচালক পদে প্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার ও বায়রা।

অন্যদিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৫ জন। এছাড়া, অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতেও দুজন বাড়তি প্রার্থী ছিলেন। পরে চারজন মনোনয়ন প্রত্যাহার করায় ভোট হয়নি।

৭ই মে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ৬ জন সহ-সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতি পদে একমাত্র প্রার্থী জসিমউদ্দিন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর