জি-৭ সম্মেলনে যোগ দেয়া ভারতের ২ সদস্য করোনা আক্রান্ত

যুক্তরাজ্যের লন্ডনে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়া ভারতের প্রতিনিধি দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (৫ মে) তাদের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্য। এ ঘটনার পর সেলফ আইসোলেশনে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ প্রতিনিধি দলের সব সদস্য।

তবে টুইট বার্তায় এস জয়শঙ্কর জানিয়েছেন তিনি করোনা নেগেটিভ। সম্মেলনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন তারা। ভারত জি সেভেনের সদস্য না হলেও অতিথি হিসেবে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়েছিলো।

মঙ্গলবার (৪ মে) সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে লন্ডন যান এস জয়শঙ্কর ও প্রতিনিধি দল। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেলের সঙ্গে বৈঠকও করেন তিনি। বৈঠকে যোগ দেয়ার আগে পরীক্ষা করা হলে তাদের করোনা শনাক্ত হয়। এ ঘটনার পর জি-৭ সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর