ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৬ই মে পর্যন্ত ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ১৫ এপ্রিল থেকে ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদন সাড়ে ৩টার মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়। পোশাক কারখানা এলাকায় বেতন-ভাতা পরিশোধের জন্য ১০, ১৩ ও ১৪ই মে ব্যাংক খোলা রাখতে হবে।

এছাড়া পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। উল্লিখিত সময়কালে লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯.৪৫ থেকে ১০.০০ এবং পোস্ট ক্লোজিং সেশন ০১.৩০ থেকে ০১.৪৫ চালু থাকবে জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর