টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি শাহীনের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ

সীমান্ত শহর টেকনাফ পৌর ছাত্রলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ২২তম দিনে অসহায়-দুস্থ মানুষের মাঝে ৩০০ প্যাকেট ইফতার ও মাস্ক বিতরণ করা হয়।

বুধবার (৫ মে) বিকাল ৫টার দিকে শহরের বিভিন্ন জণসমাগমপূর্ণ এলাকা, হাসপাতাল ও এতিমখানায় পৌর ছাত্রলীগের সভাপতি মো. শাহীনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

কর্মসূচীর শেষে ছাত্র নেতা শাহীন বলেন- সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার তৃতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে। করোনাকালের শুরু থেকে ছাত্রলীগ সব সময় গণমানুষের পাশে ছিলো। আগামীতে প্রতিটি দূর্যোগে ছাত্রলীগ নেতা কর্মীদের গণমানুষের পাশে থাকতে হবে। তার ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় সাধ্য মতো এলাকার অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হেসেন, পৌর ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান, রুবেল উদ্দিন, শাহাবউদ্দিন, শফিক, ফরহাদ, মোহাম্মদ ফারুক নুরুল আবছার, , আব্দুল্লাহ আল নোমান, নকীবুল ইসলাম, রিকাশ ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহিল আহমেদ, নুর কামাল মোহাইমিনুল আলম মোহসীন, ফারুক-উর রহমান, জয়নাল আবেদিন, মো. সায়েম, রায়হান আনিস, আকতার ফারুক প্রমুখ।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর