চীনে রাসায়নিক সার কারখানায় তীব্র বিস্ফোরণ, নিহত ৬

চীনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেংয়ের তিয়ানজিআই কেমিক্যাল সংস্থার রাসায়নিক সার কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে পূর্ব চীনের ওই কারখানাতে তীব্র বিস্ফোরণ ঘটে।

চীনা সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে।

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকর্মী। এছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকেও সেখানে মোতায়েন করা হয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় কারখানা চত্বরের কিছু বিল্ডিং ধসে গেছে। আগুনের লেলিহান শিখা কারখানার ছাদ ছুঁয়েছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল পুরো এলাকা।

এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে চীনের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম সিনহুয়া।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর