আবারও ৬ দিনের রিমান্ডে মুফতি শাখাওয়াত হোসাইন রাজী

প্রথম রমজানের ইফতারের আগ মুহুর্তে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মে) ৫ দিনের রিমান্ড শেষে মুফতি শাখাওয়াতকে আদালতে হাজির করে পুলিশ। তখন ২০১৩ সালে মতিঝিল ও পল্টনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। তার আইবজীবী আবেদান করেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

এর আগে গত ১৪ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর