বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

আগামী ১৬ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর ১৮ তারিখ পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবে। ১৯ তারিখ থেকে অনুশীলন শুরু করবে লঙ্কানরা। আগামী ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

দুইদল মূল লড়াইয়ে নামবে ২৩ মে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে দিবা-রাত্রির।

সিরিজ শেষে আগামী ২৯ মে শ্রীলঙ্কার উদ্দেশে বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা। এই সিরিজের জন্য এরই মধ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর