অবশেষে আইপিএল স্থগিত

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। করোনা আতঙ্কে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার দেশে ফিরে গেছেন।

এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার ও চেন্নাই সুপার কিংসের তিন স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র।

আজ হায়দ্রাবাদ ও দিল্লির ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর জরুরি মিটিংয়ে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলের বাকি ম্যাচগুলো কবে মাঠে গড়াবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর