টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর ১ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

তবে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সোমবার আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অবনতি হওয়ায় এগিয়ে গেছে টাইগাররা।

২২৫ রেটিং নিয়ে নয়ে অবস্থান করছে বাংলাদেশ। ২২২ রেটিং নিয়ে দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে ২ রেটিং বেশি নিয়ে আটে অবস্থান করছে শ্রীলঙ্কা। ২৩৬ রেটিং নিয়ে সাতে রয়েছে আফগানিস্তান।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ইংল্যান্ডের রেটিং ২৭৭। ইংল্যান্ডের চেয়ে ৫ রেটিং কম নিয়ে দুইয়ে আছে ভারত। বাংলাদেশকে হোয়াইটওয়াশের ফল পেয়েছে নিউজিল্যান্ড। ২৬৩ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে তারা।

২৬১ রেটিং নিয়ে পাকিস্তান অবস্থান করছে চারে। র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচে আছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ২৫১। ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে আছে দক্ষিণ আফ্রিকা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর