কালিগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এনজিও অগ্রগতি সংস্থার আয়োজনে সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। এসময় বক্তারা অবহেলিত, অতি দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনযাত্রার মানোন্নয়নে সংস্থাটির ভূমিকা ও পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের ৫০জন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর