নারিনকে ওই পজিশনে খেলানো মানে ওভার নষ্ট করা: গাভাস্কার

এবারের আইপিএলে ব্যাট হাতে ভালো ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্সের ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সুনিল নারিন। ৪ ম্যাচ খেলে মাত্র ১০ রান করেছেন তিনি। ২ ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি।

এমন বাজে পারফরম্যান্সের কারণে দলে নারিনের জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন। নারিনের এমন পারফরম্যান্সের কারণে তার সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। উপায়ও বলে দিয়েছেন তিনি।

তার মতে, নারিনকে ৪ অথবা ৫ নম্বরে খেলানো মানে ওভার নষ্ট করা। তাকে উপরে খেলানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, নারিনকে ৪ বা ৫ নম্বরে খেলানো মানে ওভার নষ্ট হতে দেওয়া। যদি তাকে খেলাতে হয় তাহলে উপরের দিকে খেলানো হোক। তাহলে হয়তো কিছু বল ব্যাটে লাগাতে পারবে। কলকাতার বড় সমস্যা হল তাদের তিন, চার ও পাঁচে এমন ব্যাটসম্যান নেই যারা ম্যাচে প্রভাব ফেলতে পারবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর