দেশে করোনা আক্রান্ত হয়ে ১৫৫ চিকিৎসকের মৃত্যু: বিএমএ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন চিকিৎসক।

শুক্রবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বৃবিতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবায় সংশ্লিষ্ট মোট ৮ হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যমতে, গেল বছরের ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন চিকিৎসকে মৃত্যু হয়। একই বছরের জুন মাসে করোনা ভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ ৪৫ জন ডাক্তারে মৃত্যু হয়। সেপ্টেম্বর মাস থেকে চিকিৎসকদের মৃত্যুর হার কিছুটা কমে। গত বছর কনোরায় আক্রান্ত হয়ে মোট ১২৫ চিকিৎসকের মৃত্যু হয়।

চলতি বছরের এপ্রিল মাসে আবার কনোরাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পাঁচ চিকিৎসক। ফেব্রুয়ারিতে মারা যান একজন। মার্চে মারা যান তিনজন। দেশে চলতি মাসেই করোনায় আক্রান্ত হয়ে ২১ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ১৫৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে- জানিয়েছে বিএমএ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর