বাল্যবিবাহ বন্ধ করলেন চৌগাছার ইউএনও

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর চৌগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে লিলি খাতুন নামে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। লিলি খাতুন চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কাওছার আলীর মেয়ে এবং একই ইউনিয়নের চাঁদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন,(বুধবার ১৯শে জুন)বিকালে সংবাদ পাই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে একটি বাল্য বিয়ের প্রস্তুতি চলছে।সংবাদ পেয়ে বিকাল পাঁচটার সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত এবং চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক কওছার আলমের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে সেখানে গিয়ে মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়।তিনি আরো বলেন,আমাদের অভিযানের খবর পেয়ে বরপক্ষ বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর