আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের ৩ দিনের প্রশিক্ষণ শুরু

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলার বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণের দ্বিতীয় দিনে তিনি অংশ নেন।

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ২০০ জন মৎস্যজীবি জেলে ও ২৫ জন মৎস্য চাষীকে নিয়ে ৩ দিনের এ প্রশিক্ষণ চলছে।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর