মিরসরাইয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী

ইকবাল হোসেন জীবন, মিরসরাই: মিরসরাইয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি সম্পন্ন হয়েছে। মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য কমিশন কর্তৃক প্রশিক্ষন কর্মসূচী উপজেলা পরিষদ মিলনায়তনে বুুধবার (১৯ জুন) সকাল নয়টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।

এসময় প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম খান। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি। এছাড়া এতে অংশগ্রহণ করেন উপজেলার সরকারী ও বেসরকারী কর্মকর্তা, স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা।

তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম খান বলেন, তথ্য অধিকার আইন প্রতিটি নাগরিকের জানা উচিত। তথ্য অধিকার নিশ্চিত করা গেলে দুর্নীতি কমে যাবে, সুশাসন নিশ্চিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর