সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকেঃ জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে দু-পক্ষে’র সংঘর্ষে অন্তত নারী সহ ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার আওনা ইউনিয়নের টিকরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয় ও আহতের পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের টিকরা পাড়া গ্রামের কদ্দুছের ছেলে সুরুজ আলী’র সাথে একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোতালেব এর ৪২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।

ওই বিরোধটি স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের সম্বনয়ে এক দরবারে সিদ্ধান্তে সুরুজ আলীকে জমি বুঝিয়ে দেওয়া হয়। সুরুজ আলী জমিতে আমন ধান রোপন করেন। রোপনকৃত জমিতে মঙ্গলবার দুপুরে সুরুজ ও লিয়াকত আলী ইউরিয়া সার দিতে যায়।

এ সময় মোতালেব সহ ১৫/২০ জন লোক নিয়ে সুরুজ আলী ও লিয়াকতকে জমিতে সার দিয়ে বাধা প্রদান করে।

এ নিয়ে দু পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষেসুরুজ আলী সহ তার পরিবারের মাজেদা (৪০), লিলি (৪১), মেহেরুন (৫০), হেলেনা (৩০), লিয়াকত (৩০), মাজেদা (২০), রশিদা (৩৬), মোতালেব (৬০), রিপন (৩৭) সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত মোতালেবকে উন্নত চিৎিসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেছে কর্তব্যরত ডাঃ লুৎফর রহমান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর