সাবাশ বাংলাদেশ: সৌরভ গাঙ্গুলি

গতকাল সোমবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিস্মরণীয় একটি জয় দিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখে বিশাল জয় পায় বাংলাদেশ।

এদিকে তামিম, সাকিবদের এরূপ পারফর্মেন্সের পর টুইটারে তাঁদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ। দারুণ লাগছে দলটিতে এত ভালো খেলোয়াড়দের দেখে। এভাবেই খেলতে থাকো।’

গতকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট এবং বল হাতে এই ম্যাচে অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। এভিন লুইস এবং নিকোলাস পুরানের গুরুত্বপূর্ণ উইকেট দুটি শিকার করার পর ব্যাটিংয়ে নেমে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর