শেরপুরে লকডাউন কার্যকরে ইউএনও’র অভিযান

বগুড়ার শেরপুরে লকডাউন কার্যকর করতে সারাদিন কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। ১৯ এপ্রিল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন তিনি।

এ অভিযানে ৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করেছেন। এছাড়াও বিভিন্ন স্তরের মানুষের সাথে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

জানা যায়, দেশব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম। ১৯ এপ্রিল সোমবার পৌর শহরের বারোদুয়ারি হাট, মাদ্রাসা গেইট, ধুনটমোড়, বাসষ্ট্যান্ড, কলেজরোড এলাকা সহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে লকডাউনে সরকারি বিধি না মানায় ও মাস্ক পরিধান করায় ৮ জনের ৩ হাজার ৬ টাকা জরিমানা করেন।

এছাড়াও সিএনজি চালক, বাস শ্রমিক, দিনমজুরদের সাথে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক আলোচনা করেন। অভিযানে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, দেশ এখন উভয় সংকটের মধ্যে দিন পার করছে। করোনা ভাইরাস রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজকরতে হবে। নিজের জীবনের পাশাপাশি দেশের কথাও সকলেরই চিন্তা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাশেদুল হক/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর