ড. ইউনূসকে প্রধানমন্ত্রীর ‘বিশেষ দূত’ করার দাবি

বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত করার প্রস্তাব জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৯ এপ্রিল) এক চিঠির মাধ্যমে তিনি এই প্রস্তাব দেন। করোনা প্রতিরোধী টিকা উৎপাদনের সুবিধার্থে তিনি এই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।

ডা. জাফরুল্লাহ তার চিঠিতে লিখেন, ‘ট্রিপস চুক্তির বাধ্যতামূলক লাইসেন্সের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন সুবিধা সৃষ্টির জন্য নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসকে আপনার বিশেষ দূত করে ইউরোপে পাঠান হোক।’ করোনা মহামারি নিয়ন্ত্রণে চিঠিতে এটিসহ তিনি মোট ১১টি প্রস্তাব দিয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর