সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে অর্থদন্ড

ঢাকার সাভারে লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। সোমবার (১৯ এপ্রিল) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বার্তা বাজারকে জানান, আজ (সোমবার) দিনব্যাপী সাভার উপজেলায় লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। এসময় জরুরি সেবা ব্যতিত সকল দোকানপাট বন্ধ নিশ্চিত করা হয়েছে। এছাড়া কৃষি পন্য ও কাঁচা মালামাল এর পিকআপ এবং জরুরী সেবার মোটরযান ছাড়া রাস্তায় সকল যান নিয়ন্ত্রণ করা হয়েছে।

লকডাউন অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান। ছবি-বার্তা বাজার

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, এসময় সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করায় ১২টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্থদণ্ড আরোপ করা হয়। মোট ১২টি মামলায় বাইশ হাজার দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলেও জানান তিনি।

অভিযান চলাকালে সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আল মামুন খান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর