রৌমারীতে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক শিশু

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় অর্ধশত শিশু। সুস্থ হয়ে বাড়িও ফিরেছে অনেকে। অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এখনও চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন কর্তব্যরত নার্স ও ডাক্তাররা। অনেক শিশু হাসপাতালেরসবেডের অভাবে বারান্দায় থেকেই চিকিৎসা নিচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় ঠিক মতো হাসপাতালের ঔষধ না পেয়ে অনেক রোগীর স্বজনরা বাইরে থেকেও কিনছেন প্রয়োজনীয় ঔষধপত্র।

সোমবার (১৯ এপ্রিল) সকালে নতুন করে ৩ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে ৪১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে, যার অধিকাংশই শিশু।

সোমবার সকালে সরেজমিনে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ১৫ মাস বয়সের সিনহা, ৮মাস বয়সের রাতুল, ১বছর বয়সের সিয়াম ও ১৮ মাস বয়সের সুভা আক্তারসহ গত সাত দিন প্রায় অর্ধশতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বেডের অভাবে হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও অনেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
চর শৈলমারী ইউনিয়নের শাখারী বাজার এলাকার শিশু সিয়ামের বাবা ইব্রাহীম জানান, “আমার ছেলের হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে হাসপাতাল ভর্তি করি। হাসপাতাল থেকে প্রথম স্যালাইন দেওয়ার পর বাহিরে থেকে সকল ওষুধ ও স্যালাইন কিনে আনতে হয়।” একই কথা বলেন, শৈলমারী ইউনিয়নের চংটাপাড়া নামক এলাকার শিশু সুভা আক্তারর বাবা আশরাফুল ইসলাম।

অন্যদিকে রৌমারী সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামের শিশু সিনহার বাবা শাহাজাহান বলেন, শুক্রবার হঠাৎ করে আমার সন্তানের ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করি। এখন পর্যন্ত স্যালাইনের উপরে রয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “আবহাওয়াজনিত কারন এই সময় এ রোগর প্রকাপ দেখা দিয়েছে। হাসপাতালে যারা ভর্তি আছেন, তাদের স্যালাইন দেওয়া হচ্ছে। তবে এসব রোগীদের খাবার স্যালাইন, তরল জাতীয় ও স্বাভাবিক খাবার দিতে হবে বলেও পরামর্শ দেন এই চিকিৎসক।”

সুজন মোহন্ত/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর