২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বেড়েছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে বিশেষ ফ্লাইটগুলো চালু থাকবে।

দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের উদ্দেশে বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে।

সোমবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর এই পাঁচ দেশে গত শনিবার (১৭ এপ্রিল) থেকে প্রায় ১০০ বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর