দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা-বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে সরাসরি সম্প্রচার করবে দুই বাংলাদেশি চ্যানেল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টেলিভিশনে। এছাড়াও ম্যাচগুলো র‍্যাবিটহোলবিডি’র ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

আগামী ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৯ এপ্রিল একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠে এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দল এখনও তাদের স্কোয়াড চূড়ান্ত করেনি। প্রাথমিক স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় গেছে টাইগাররা। আজ-কালকের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, সাইফ হাসান, ইয়াসির আলি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর