টাঙ্গাইলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ করেই দমকা ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে এ ঝড় হয়। এতে কাচা-পাকা ঘর ভেঙে পড়াসহ উড়ে গেছে টিনের চালা। এছাড়া কলা গাছ, কাঠাল গাছ, আমের মুকুল, লিচু ও উড়তি জমির বোরো ধানের গাছসহ বিভিন্ন জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোথাও কোথাও গাছ উপড়ে পড়ে গেছে। সেই সঙ্গে কোন কোন এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবরও পাওয়া গেছে। বাতাসের পর পরেই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৈশাখের শুরুতেই হঠাৎ করে ধমকা হাওয়া আর কালবৈশাখীর থাবায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। হঠাৎ বয়ে যাওয়া এমন ঝড় হাওয়াকে প্রকৃতির অশনি সংকেত বা বড় ধরনের কালবৈশাখী ঝড়ের আশংকা করছে অনেকেই।

এ ব্যাপারে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু জানান, উপজেলার ভবানীটেকী, কুন্দার পাড়, মসজিদচালা, ব্রাহ্মনবাড়ী, কুঁঠাল পাড়া, বিষ্ণাইপালসহ আশে পাশের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। মাত্র ৪-৫ মিনিট ঝড় হলেও ক্ষয়ক্ষতির পরিমান অনেক। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক লাইন, মৌসুমি ফলসহ ফসলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এসব এলাকার অনেক কাচা-পাকা টিনের ঘরবাড়ি ভেঙে পড়াসহ টিনের চালা উড়ে গেছে। ভেঙে ও উপড়ে পড়েছে বসতবাড়ি ছাড়াও বিভিন্ন সড়কের দুই পাশের ছোট বড় বেশকিছু গাছপালা।

হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর