ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ২ লাখ ৭৩ হাজার

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিপর্যস্ত ভারত। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই দেশটি আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৬১৯ জন মারা গেছেন। দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়াও নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে টানা পঞ্চম দিন আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। ভারতে মোট করোনায় আক্রান্ত ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন।

সোমবার (১৯ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৩২৯ জনে। বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয়স্থানে আছে ভারত।

ভারতে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৬৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৫ হাজার ৪৬২ জন এবং কর্নাটকে ১৯ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর