এই লকডাউন আরও কঠোর হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকার ঘোষিত সারাদেশে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এ লকডাউন আরও কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, দেশে আরও এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর থাকবে। এ সময়ে আগের সপ্তাহের মতো একই বিধি-নিষেধ থাকবে। এই লকডাউন আরও কঠোর হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা ১৩ এপ্রিল পর্যন্ত চলে।

এরপর দ্বিতীয় দফায় গত ১৪ এপ্রিল সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়। যা চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। এবার তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর