চারঘাটে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি!

রাজশাহীর চারঘাট উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশঙ্কা করছেন কৃষকরা। চারঘাট উপজেলার ছয় ইউনিয়ানের মধ্যে সরদহ, শলুয়া ও নিমপাড়া ইউনিয়ানে পর্যাপ্ত পরিমাণে ধান চাষ করা হয়েছে ৷

আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন আশঙ্কা করছে উপজেলা বাসী ৷ ইতিমধ্যে সোনালী রংয়ের ভরে উঠেছে ধানের মাঠ, ধানক্ষেত শুকানোর জন্য জমিতে সেচ বন্ধ করে দিয়েছে কৃষকেরা ৷

চারঘাট উপজেলা সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের কৃষক জানামুল মন্ডল জানাই, মহামারী করোনাভাইরাস এর মধ্যে, আল্লাহু তালার রহমতে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ার জন্য এবার ধানের বাম্পার ফলন আশঙ্কা করছি ৷ সাত থেকে দশ দিনের মধ্যে ধান কাটা শুরু করবো ৷ গতবারের মতো এবারও শীর্ষে সাদা হয়ে যাওয়ার মত ভাবতে নেই, সেই কারণে বাম্পার ফলনের হবে মনে করছি ৷

কৃষক ওবায়দুল মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ধান পাক ধরেছে, ধানের দাম ভালই আছে, তার সঙ্গে আউড়ে দাম তো আছে ৷ আবহাওয়া এমন অনুকূলে থাকলে ভালোই লাভবান হব ৷

চারঘাট উপজেলা কৃষি অফিসার লুৎফুন নাহার জানান, ‘চলতি বোরো ধানের ফসলের লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য চাষিদের নতুন নতুন জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।’ এবার উপজেলায় দু’শ নব্বই হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে ধানে সোনালী রং ধারণ করছে । এখন ধানের জমি শুকানো ও ধান কাটার প্রস্ততি চলছে।’

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর