ঈদের আগে লকডাউন শিথিল হতে পারে: কাদের

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান এক সপ্তাহের লকডাউন আরও ৭ দিনের জন্য বাড়ছে। তবে জীবন-জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে সরকার।

সোমবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে সরকার। এছাড়া ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্যও লকডাউন শিথিল হতে পারে।

এর আগে রোববার চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা ১৩ এপ্রিল পর্যন্ত চলে। এরপর দ্বিতীয় দফায় গত ১৪ এপ্রিল সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়। যা চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর