কঠোর লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে প্রজ্ঞাপন জারি হবে।

সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা ১৩ এপ্রিল পর্যন্ত চলে। এরপর দ্বিতীয় দফায় গত ১৪ এপ্রিল সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়। যা চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর