বাঁশখালীতে নিহত ৫ শ্রমিক হত্যার বিচার চেয়ে জয়পুরহাটে বিক্ষোভ

চট্টগ্রামের বাঁশখালীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলন কর্মসূচীতে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের বিচার দাবী করে জয়পুরহাটে বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় চিনিকল সড়ক থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচুরমোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাম সংগঠনগুলোর মোর্চা বাম গনতান্ত্রিক জোট।

বাম গনতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ জেলা আহবায়ক ওয়াজেদ পারভেজ, সিপিবি সদস্য বদিউজ্জামান বদি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠূ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর