টস হেরে বোলিংয়ে কলকাতা, একাদশে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে কলকাতাকে বোলিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম দুই ম্যাচের একটিতে জয় পাওয়া কলকাতা একই একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ব্যাঙ্গালুরুর একাদশে একটি পরিবর্তন এসেছে।

ড্যান ক্রিস্টিয়ানের বদলে একাদশে এসেছেন রজত পাতিদার। তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছে ব্যাঙ্গালুরু।

কলকাতা একাদশ: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

ব্যাঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইজবেন্দ্র চাহাল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর