ফরিদপুরে করোনায় আরো ৩ জনের প্রাণহানি

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৪৪ জন।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিন জনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন, ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৫), শহরের বায়তুল আমান এলাকার মোসলেমউদ্দিন (৭৫) ও জেলার বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৬০)।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬শ ১ জন। সুস্থ হয়েছে ৮ হাজার ৮শ ৩৭ জন। রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৪ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৫২৬ জন।

ফরিদপুরে আক্রান্তের হার শতকরা ২১.২৮ এবং মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর