শেরপুরে লকডাউনের ৫ম দিনে খোলা রয়েছে শত শত দোকান

বগুড়া শেরপুরে লকডাউনের ৫ম দিন রবিবার বেলা ১১টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা, হাটখোলা রোড, বাঁশপট্টি, বিকেল বাজার কলেজ রোড, সকাল বাজার, হাটখোলা, পৌর ভূমি অফিস এলাকাসহ পুরো শহরের অলি-গলি ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ছাড়াও নিয়ম ভেঙ্গে খোলা রয়েছে জুয়েলারি, কাঠ ফার্নিচারের দোকান, প্লাস্টিকের দোকান, পাখির দোকান, লাইব্রেরি, স্টেশনারি দোকান, ইলেকট্রিক দোকানসহ প্রায় সকল ধরণের দোকান। লোকজন মানছে না লকডাউন।

তবে হাইওয়ে সড়কে দূর পাল্লার কোন যাত্রিবাহী গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না, এমনই দেখা গেছে উপজেলার গাড়িদহ এলাকার হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, আমাদের হাইওয়ে চেকপোস্টে বিনা কারণে কোন যাত্রিবাহী গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম জানান, আমরা লকডাউন কার্যকর করার জন্য নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করে আসছি। নিয়ম অমান্য করে কোন দোকান পাঠ খোলা রাখলে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুল হক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর