যেখান থেকে মামুনুল হক গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দিকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৩ এপ্রিল রিসোর্ট কান্ডের পর থেকে মামুনুল হক মোহাম্মদপুরের মাদ্রাসাতেই অবস্থান করছিলেন। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। এ ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর মামুনুল হককে ডিসি তেজগাঁও কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরকে কেন্দ্র করে সহিংসতা ও রিসোর্টকান্ডসহ রাজধানীর পল্টন এবং নারায়োনগঞ্জের সোনারগাঁপ্ব্যে তার নামে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া ২০১৩ সালে শাপলা চত্ত্বরের ঘটনায়ও তার নাম রয়েছে একাধিক মামলা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর