দুই ফ্লাইটে দেশ ছাড়লেন ৪৭৬ প্রবাসীকর্মী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। এ সময় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে ৫ দেশের জন্য বিশেষ ফ্লাইট চালু হয়েছে।

ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে সৌদি আরব ও ওমান গেছেন ৪৭৬ জন প্রবাসীকর্মী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২০৫ জন সৌদি ও ওমান গেছেন। এছাড়াও আজ রাত ১২টা পর্যন্ত আরও ৯টি ফ্লাইট দেড় হাজারের বেশি যাত্রী বিভিন্ন দেশে যাবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

গতকাল শনিবার থেকে ফ্লাইট চালু করার কথা থাকলেও ল্যান্ডিং অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সৌদি ও ওমান যান বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর